নির্বাচন বানচাল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে : আমানউল্লাহ আমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনকে আজ বানচাল করার জন্য ভারতে বসে থাকা অপশক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, গাড়ি জ্বালাচ্ছে, বোমাবাজি করছে। এই বোমাবাজি করে, নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বাংলাদেশে কেউ কখনো গণতন্ত্রকে ঠেকিয়ে রাখতে পারেনি। আজকে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র ফিরে পেতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আজকে যারা ফ্যাসিস্ট, যারা খুনি তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন তারা কিভাবে চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এসব হত্যার বিচার সঠিক সময়ে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজকে ভাঙচুর করে বোমাবাজি করে খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার বন্ধ করা যাবে না। এ বিচার হচ্ছে, বিচার হবে, বাংলাদেশে নির্বাচন হবে গণতন্ত্র ফিরে আসবে এবং বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।’

আয়োজিত মতবিনিময়সভায় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিল। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাপুরসহ বিভিন্ন নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণভোট-সংসদ নির্বাচন নিয়ে জোনায়েদ সাকির প্রস্তাব

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, গণভোট ও সংসদ নির্বাচনের বুথ আলাদা হওয়া দরকার। একই স্থানে হলেও বুথ ও দায়িত্বপ্রাপ্ত কর্মী পৃথক থাকলে অনিয়মের ঝুঁকি কমবে।

১১ ঘণ্টা আগে

'দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্রে ফেরার বিকল্প নেই'

তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়, বরং একটি মুক্ত, স্বাধীনচেতা গণতান্ত্রিক দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিধায় এই উদ্দেশ্য পূরণে সারাজীবন লড়াই করছে। দেশের মানুষও শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে।

১২ ঘণ্টা আগে

লটারির মাধ্যমে 'ডিসি-এসপিদের' বদলির দাবি জামায়াতের

গোলাম পরওয়ার বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন যে, এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি চলে গেলেন। সেটাও হঠাৎ করে। আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় অন্য কোনো উদ্দেশ্য আছে। তপশিল ঘোষণার পর প্রশাসনের সব ক্ষমতা ইসির হাতে আসে। সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো,

১৩ ঘণ্টা আগে

প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার না করার সুপারিশ এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনি প্রচারে দলীয় প্রধানের পরিবর্তে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার না করার সুপারিশ করেছে নির্বাচন কমিশনকে (ইসি)।

১৩ ঘণ্টা আগে