
ডেস্ক, রাজনীতি ডটকম

আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি পরিবার, বন্ধু আর কাজের যোগাযোগের জন্য। হোয়াটসঅ্যাপ বলেই তো নিশ্চিন্ত, তাই না? কিন্তু জানেন কি, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকেই হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার হচ্ছেন?
হ্যাকাররা এখন এমন কিছু কৌশল ব্যবহার করছে, যার মাধ্যমে তারা আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এবং আপনার নামেই অন্যদের প্রতারণা করতে পারে। চলুন জেনে নিই কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে আর কীভাবে আপনি সতর্ক থাকতে পারেন।
কীভাবে হ্যাক হয় হোয়াটসঅ্যাপ?
ওটিপি চুরি করে
এটা সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশল। হ্যাকাররা ভুয়া পুরস্কার বা লোভ দেখিয়ে আপনাকে একটি ৬ সংখ্যার কোড (OTP) দিতে বলে। অনেকে না বুঝেই সেই কোডটি দিয়ে দেন। আর সেই কোড দিয়েই হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ে।
সতর্ক থাকুন: কেউ যদি হঠাৎ হোয়াটসঅ্যাপ কোড চায়, কখনই দেবেন না—even যদি সে পরিচিত কেউ হয়।
সিম সোয়াপ কৌশল
এই কৌশলে হ্যাকার আপনার সিম কার্ডের মতো আরেকটা সিম তৈরি করে। এরপর সেই সিম ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপসহ সব কিছু নিয়ন্ত্রণে নেয়।
সতর্ক থাকুন: হঠাৎ যদি আপনার ফোনে সিগন্যাল না আসে এবং কিছুক্ষণ পর দেখেন হোয়াটসঅ্যাপ লগআউট হয়ে গেছে, তাহলে দ্রুত মোবাইল অপারেটরে যোগাযোগ করুন।
হোয়াটসঅ্যাপ ওয়েব হাইজ্যাক
হোয়াটসঅ্যাপ ওয়েব এমন একটি সুবিধা, যেখানে ফোন ছাড়াও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। কেউ যদি আপনার ফোন কিছুক্ষণ নিয়ে স্ক্যান করে নেয়, তাহলে আপনি না জানলেও আপনার চ্যাট সে পড়তে পারবে।
সতর্ক থাকুন: মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ ওয়েব লগআউট করে দিন। হোয়াটসঅ্যাপে গিয়ে “Linked Devices” থেকে কোন কোন জায়গায় লগইন করা আছে, দেখে ফেলুন।
মার্জ কল ট্রিক
এই কৌশলে হ্যাকার ফোন করে পরিচিত হয়ে ওঠে, এরপর বলে "একজনকে কলে যোগ করুন"। আপনি সম্মতি দিলে ফোনে এমন একটা কল হয় যা হোয়াটসঅ্যাপের ওটিপি সংগ্রহ করে নিতে পারে।
সতর্ক থাকুন: অপরিচিত বা সন্দেহজনক কল এলে কখনই অন্য কাউকে কলে যোগ করবেন না।
কী করবেন নিরাপদ থাকতে?
আমরা যতই ডিজিটাল হই, ততই সচেতন হওয়া জরুরি। হ্যাকাররা খুব চালাক—তারা আপনার ভুলের সুযোগ নেয়। তাই হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে হলে নিজের সজাগ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি পরিবার, বন্ধু আর কাজের যোগাযোগের জন্য। হোয়াটসঅ্যাপ বলেই তো নিশ্চিন্ত, তাই না? কিন্তু জানেন কি, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকেই হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার হচ্ছেন?
হ্যাকাররা এখন এমন কিছু কৌশল ব্যবহার করছে, যার মাধ্যমে তারা আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এবং আপনার নামেই অন্যদের প্রতারণা করতে পারে। চলুন জেনে নিই কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে আর কীভাবে আপনি সতর্ক থাকতে পারেন।
কীভাবে হ্যাক হয় হোয়াটসঅ্যাপ?
ওটিপি চুরি করে
এটা সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশল। হ্যাকাররা ভুয়া পুরস্কার বা লোভ দেখিয়ে আপনাকে একটি ৬ সংখ্যার কোড (OTP) দিতে বলে। অনেকে না বুঝেই সেই কোডটি দিয়ে দেন। আর সেই কোড দিয়েই হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ে।
সতর্ক থাকুন: কেউ যদি হঠাৎ হোয়াটসঅ্যাপ কোড চায়, কখনই দেবেন না—even যদি সে পরিচিত কেউ হয়।
সিম সোয়াপ কৌশল
এই কৌশলে হ্যাকার আপনার সিম কার্ডের মতো আরেকটা সিম তৈরি করে। এরপর সেই সিম ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপসহ সব কিছু নিয়ন্ত্রণে নেয়।
সতর্ক থাকুন: হঠাৎ যদি আপনার ফোনে সিগন্যাল না আসে এবং কিছুক্ষণ পর দেখেন হোয়াটসঅ্যাপ লগআউট হয়ে গেছে, তাহলে দ্রুত মোবাইল অপারেটরে যোগাযোগ করুন।
হোয়াটসঅ্যাপ ওয়েব হাইজ্যাক
হোয়াটসঅ্যাপ ওয়েব এমন একটি সুবিধা, যেখানে ফোন ছাড়াও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। কেউ যদি আপনার ফোন কিছুক্ষণ নিয়ে স্ক্যান করে নেয়, তাহলে আপনি না জানলেও আপনার চ্যাট সে পড়তে পারবে।
সতর্ক থাকুন: মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ ওয়েব লগআউট করে দিন। হোয়াটসঅ্যাপে গিয়ে “Linked Devices” থেকে কোন কোন জায়গায় লগইন করা আছে, দেখে ফেলুন।
মার্জ কল ট্রিক
এই কৌশলে হ্যাকার ফোন করে পরিচিত হয়ে ওঠে, এরপর বলে "একজনকে কলে যোগ করুন"। আপনি সম্মতি দিলে ফোনে এমন একটা কল হয় যা হোয়াটসঅ্যাপের ওটিপি সংগ্রহ করে নিতে পারে।
সতর্ক থাকুন: অপরিচিত বা সন্দেহজনক কল এলে কখনই অন্য কাউকে কলে যোগ করবেন না।
কী করবেন নিরাপদ থাকতে?
আমরা যতই ডিজিটাল হই, ততই সচেতন হওয়া জরুরি। হ্যাকাররা খুব চালাক—তারা আপনার ভুলের সুযোগ নেয়। তাই হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে হলে নিজের সজাগ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হামলাকে নৃশংস আখ্যা দিয়ে নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারনির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও এক
১৪ ঘণ্টা আগে
পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ’ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতী মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শি
১৪ ঘণ্টা আগে
প্রেস সচিব বলেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি। যেখানে যাই, সেখানে লাখ লাখ হাদিকে দেখি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল— বাংলার কসাইরা— আর কতজনকে মারতে পারবে? এ দেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি।
১৫ ঘণ্টা আগে