
ডেস্ক, রাজনীতি ডটকম

ডলফিন—নরম পিঠ, হাসিমুখ, আর বন্ধুত্বপূর্ণ আচরণে মানুষের প্রিয় এক সামুদ্রিক প্রাণী। কিন্তু শুধু মিষ্টি চেহারা নয়, ডলফিনের মস্তিষ্ক আর বুদ্ধিমত্তা আজ বিজ্ঞানীদেরও বিস্মিত করছে। গবেষকরা বলছেন, ডলফিন শুধু খেলা করে না, জটিল চিন্তা করতে পারে, আবেগ বুঝতে পারে, এমনকি নিজস্ব ভাষায় যোগাযোগও করে!
ডলফিনের মস্তিষ্ক আকারে অনেক বড়—দেহের তুলনায় প্রায় দ্বিগুণ। ডলফিনের সেরেব্রাল করটেক্স (মস্তিষ্কের বহিরাবরণ) অনেক বেশি ভাঁজযুক্ত, যা জাইরিফায়েড নামে পরিচিত। এই জটিল গঠন ডলফিনকে জটিল সমস্যা সমাধান, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট লরি মারিনো (Lori Marino) ২০০১ সালে এক গবেষণায় দেখান, ডলফিনের মস্তিষ্কে অনেক বেশি নিউরন থাকে, বিশেষত সেই স্পিন্ডল নিউরন, যা আবেগ, সামাজিকতা ও বিচারক্ষমতার সঙ্গে জড়িত।
ডলফিনদের যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে তারা নিজেদের নির্দিষ্ট ‘শিস’ দিয়ে অন্যদের ডাকে। এই শিস একেকটা ডলফিনের ‘নাম’ হিসেবে কাজ করে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষক ভিন্সেন্ট জনস (Vincent Janik) ২০১৩ সালে গবেষণায় দেখিয়েছেন, ডলফিনরা একে অপরকে ‘ডাকে’ নির্দিষ্ট স্বতন্ত্র শিস দিয়ে এবং সেই শিস তারা বছরের পর বছর মনে রাখতে পারে। এমনকি মা ডলফিন বাচ্চাকে তার ‘নাম’ শিখিয়ে দেয়।
ডলফিন দলবদ্ধভাবে চলাফেরা করে। তাদের একে অপরকে সাহায্য করার মনোভাব আশ্চর্যজনক। দলগত শিকার, অসুস্থ সঙ্গীকে সহায়তা, এমনকি একে অপরকে আত্মরক্ষা করতেও দেখা গেছে তাদের। যুক্তরাজ্যের এক সামুদ্রিক জীববিজ্ঞানী ড. জ্যানেট মান (Dr. Janet Mann) জানান, "ডলফিন সমাজ গঠনের ক্ষেত্রে এমন জটিলতা দেখায়, যা অনেক বানর ও বড় স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও দেখা যায় না।"
ডলফিনেরা ভীষণ খেলাধুলাপ্রিয়। একে অপরকে মাছ, কাঁকড়া বা সামুদ্রিক উদ্ভিদ দিয়ে খেলা করতে দেখা গেছে। তারা এমনকি সার্ফিংও করে! কিছু ডলফিনকে দেখা গেছে সমুদ্রের ঢেউয়ে বারবার গড়িয়ে মজা নিতে। এসব আচরণ শুধু বিনোদনের জন্য নয়, নতুন কৌশল শেখার মাধ্যমও।
ডলফিন শিকার করে ইকো-লোকেশন বা প্রতিধ্বনির সাহায্যে। এ জন্য তারা ক্লিক বা ‘ক্লিকিং’ শব্দ ব্যবহার করে, যা বাউন্স হয়ে ফিরে আসার মাধ্যমে শিকারের অবস্থান নির্ধারণ করে। এই ক্ষমতা এমনই উন্নত যে ডলফিন অন্ধ হলেও শিকার করতে পারে!
প্রাচীন কাল থেকেই মানুষের সঙ্গে ডলফিনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গ্রিক উপকথায় ডলফিনকে দেখা হয় সৌভাগ্য ও বুদ্ধির প্রতীক হিসেবে। এমনকি প্রাচীন রোমান সাম্রাজ্যেও ডলফিনদের বন্ধু হিসেবে দেখা হতো। সাম্প্রতিক সময়েও অনেক ডলফিন জেলেদের শিকারে সাহায্য করে, আবার কেউ কেউ পর্যটকদের সঙ্গে মিশে খেলায় মেতে ওঠে।
গুগলের গবেষণা প্রকল্প ‘ডলফিনগামা’ (DolphinGAMMA) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডলফিনের ভাষার কাঠামো বুঝতে চেষ্টা করছে। প্রকল্পের প্রধান গবেষক ড. পিটার টাইকেল (Dr. Peter Tyack) বলেন, “ডলফিনদের শিস, ক্লিক, আর ব্রাস্ট পালস একসাথে বিশ্লেষণ করলে একটা গোছানো ভাষার মতো গঠন পাওয়া যায়।” বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে মানুষের সঙ্গে ডলফিনের সরাসরি ভাষাগত যোগাযোগ সম্ভব হতে পারে।
ডলফিন বুদ্ধিমান, অনুভূতিপ্রবণ, কৌতূহলী ও বন্ধুবান্ধব। এই প্রাণীদের নিয়ে যত গবেষণা হচ্ছে, ততই নতুন নতুন বিস্ময়ের মুখোমুখি হচ্ছেন বিজ্ঞানীরা। ডলফিন যেন প্রমাণ করছে, সমুদ্রের নিচেও রয়েছে এক চমকপ্রদ ও জটিল জীবনভুবন—যেখানে আছে ভালোবাসা, বন্ধুত্ব আর বুদ্ধির অপার সম্ভাবনা।
সূত্র: বিবিসি ফোকাস

ডলফিন—নরম পিঠ, হাসিমুখ, আর বন্ধুত্বপূর্ণ আচরণে মানুষের প্রিয় এক সামুদ্রিক প্রাণী। কিন্তু শুধু মিষ্টি চেহারা নয়, ডলফিনের মস্তিষ্ক আর বুদ্ধিমত্তা আজ বিজ্ঞানীদেরও বিস্মিত করছে। গবেষকরা বলছেন, ডলফিন শুধু খেলা করে না, জটিল চিন্তা করতে পারে, আবেগ বুঝতে পারে, এমনকি নিজস্ব ভাষায় যোগাযোগও করে!
ডলফিনের মস্তিষ্ক আকারে অনেক বড়—দেহের তুলনায় প্রায় দ্বিগুণ। ডলফিনের সেরেব্রাল করটেক্স (মস্তিষ্কের বহিরাবরণ) অনেক বেশি ভাঁজযুক্ত, যা জাইরিফায়েড নামে পরিচিত। এই জটিল গঠন ডলফিনকে জটিল সমস্যা সমাধান, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট লরি মারিনো (Lori Marino) ২০০১ সালে এক গবেষণায় দেখান, ডলফিনের মস্তিষ্কে অনেক বেশি নিউরন থাকে, বিশেষত সেই স্পিন্ডল নিউরন, যা আবেগ, সামাজিকতা ও বিচারক্ষমতার সঙ্গে জড়িত।
ডলফিনদের যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে তারা নিজেদের নির্দিষ্ট ‘শিস’ দিয়ে অন্যদের ডাকে। এই শিস একেকটা ডলফিনের ‘নাম’ হিসেবে কাজ করে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষক ভিন্সেন্ট জনস (Vincent Janik) ২০১৩ সালে গবেষণায় দেখিয়েছেন, ডলফিনরা একে অপরকে ‘ডাকে’ নির্দিষ্ট স্বতন্ত্র শিস দিয়ে এবং সেই শিস তারা বছরের পর বছর মনে রাখতে পারে। এমনকি মা ডলফিন বাচ্চাকে তার ‘নাম’ শিখিয়ে দেয়।
ডলফিন দলবদ্ধভাবে চলাফেরা করে। তাদের একে অপরকে সাহায্য করার মনোভাব আশ্চর্যজনক। দলগত শিকার, অসুস্থ সঙ্গীকে সহায়তা, এমনকি একে অপরকে আত্মরক্ষা করতেও দেখা গেছে তাদের। যুক্তরাজ্যের এক সামুদ্রিক জীববিজ্ঞানী ড. জ্যানেট মান (Dr. Janet Mann) জানান, "ডলফিন সমাজ গঠনের ক্ষেত্রে এমন জটিলতা দেখায়, যা অনেক বানর ও বড় স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও দেখা যায় না।"
ডলফিনেরা ভীষণ খেলাধুলাপ্রিয়। একে অপরকে মাছ, কাঁকড়া বা সামুদ্রিক উদ্ভিদ দিয়ে খেলা করতে দেখা গেছে। তারা এমনকি সার্ফিংও করে! কিছু ডলফিনকে দেখা গেছে সমুদ্রের ঢেউয়ে বারবার গড়িয়ে মজা নিতে। এসব আচরণ শুধু বিনোদনের জন্য নয়, নতুন কৌশল শেখার মাধ্যমও।
ডলফিন শিকার করে ইকো-লোকেশন বা প্রতিধ্বনির সাহায্যে। এ জন্য তারা ক্লিক বা ‘ক্লিকিং’ শব্দ ব্যবহার করে, যা বাউন্স হয়ে ফিরে আসার মাধ্যমে শিকারের অবস্থান নির্ধারণ করে। এই ক্ষমতা এমনই উন্নত যে ডলফিন অন্ধ হলেও শিকার করতে পারে!
প্রাচীন কাল থেকেই মানুষের সঙ্গে ডলফিনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গ্রিক উপকথায় ডলফিনকে দেখা হয় সৌভাগ্য ও বুদ্ধির প্রতীক হিসেবে। এমনকি প্রাচীন রোমান সাম্রাজ্যেও ডলফিনদের বন্ধু হিসেবে দেখা হতো। সাম্প্রতিক সময়েও অনেক ডলফিন জেলেদের শিকারে সাহায্য করে, আবার কেউ কেউ পর্যটকদের সঙ্গে মিশে খেলায় মেতে ওঠে।
গুগলের গবেষণা প্রকল্প ‘ডলফিনগামা’ (DolphinGAMMA) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডলফিনের ভাষার কাঠামো বুঝতে চেষ্টা করছে। প্রকল্পের প্রধান গবেষক ড. পিটার টাইকেল (Dr. Peter Tyack) বলেন, “ডলফিনদের শিস, ক্লিক, আর ব্রাস্ট পালস একসাথে বিশ্লেষণ করলে একটা গোছানো ভাষার মতো গঠন পাওয়া যায়।” বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে মানুষের সঙ্গে ডলফিনের সরাসরি ভাষাগত যোগাযোগ সম্ভব হতে পারে।
ডলফিন বুদ্ধিমান, অনুভূতিপ্রবণ, কৌতূহলী ও বন্ধুবান্ধব। এই প্রাণীদের নিয়ে যত গবেষণা হচ্ছে, ততই নতুন নতুন বিস্ময়ের মুখোমুখি হচ্ছেন বিজ্ঞানীরা। ডলফিন যেন প্রমাণ করছে, সমুদ্রের নিচেও রয়েছে এক চমকপ্রদ ও জটিল জীবনভুবন—যেখানে আছে ভালোবাসা, বন্ধুত্ব আর বুদ্ধির অপার সম্ভাবনা।
সূত্র: বিবিসি ফোকাস

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সেমিনার, সংবর্ধনা, যুবসমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প
৪ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের
৫ ঘণ্টা আগে
ডিএমপির ডিবিপ্রধান জানান, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শ্যুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘ
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের আপিল শুনানিতে আরও ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৪০টি আপিলের মধ্যে ১০৯টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২২টি এবং ৯টি স্থগিত করা হ
৫ ঘণ্টা আগে