ফ্লোটিলার বহর থেকে দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০: ০১
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে গাজা অভিমুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-র ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এসব নৌযান থেকে ৩৭টি দেশের ২০০-এর বেশি

অধিকারকর্মী আটক করা হয়েছ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, আটক হওয়া অধিকারকর্মীদের মধ্যে কেবল স্পেনের ৩০ জন। ইতালি থেকে ২২, তুরস্ক থেকে ২১ ও মালয়েশিয়া থেকে ১২ জন যাত্রীকে আটক করা হয়। আটক হওয়া অধিকারকর্মী সংখ্যা ২০১ জনেরও বেশি।

তিনি বলেন, আটকের পরও আমাদের মিশন থামছে না। এখনও প্রায় ৩০টি নৌযান গাজার উদ্দেশে রয়েছে। দখলদার বাহিনীর বাধা উপেক্ষা করে অংশগ্রহণকারীরা গাজার উপকূলে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌ-সেনারা ফ্লোটিলার কিছু নৌকায় উঠে স্বেচ্ছাসেবীদের জিম্মি করছে। এর আগে ত্রাণসামগ্রী বহনকারী নৌযান থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে আটক করা হয়।

এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করে নিরাপদে একটি বন্দরে নেওয়া হয়েছে। সেখানে যাত্রীদের রাখা হয়েছে এবং গ্রেটাসহ অন্যদের শারীরিক অবস্থা ভালো আছে। তারা ফ্লোটিলার বহরে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছিল। ততে এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েল।

মানবাধিকারকর্মীরা ইসরায়েলের এ পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে, ইসরায়েলি নৌবাহিনীর টানা আগ্রাসনের মুখেও যাত্রা চালিয়ে যাচ্ছে বাকি নৌযানগুলো। বহরে থাকা সংগঠকরা জানিয়েছেন, প্রায় ৩০টি নৌকা এখনও অগ্রসর হচ্ছে এবং তারা বর্তমানে গাজার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গায়িকা থেকে বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

১ দিন আগে

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি

পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে।

১ দিন আগে

প্যানোরামা সম্পাদনা, বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

১ দিন আগে

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

১ দিন আগে