দুর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্টের হেলিকপ্টার

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারের চাকা আটকে যাওয়ার পরে কেরালার পাঠানমথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে নবনির্মিত হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়েছে।

বুধবার (২২ অক্টোবর) প্রেসিডেন্ট শবরীমালা পরিদর্শনের পরে এই ঘটনা ঘটে।

কর্মকর্তাদের মতে, নবনির্মিত হেলিপ্যাডটি শেষ মুহূর্তে বেছে নেওয়া হয়েছিল এবং যেহেতু কংক্রিট সম্পূর্ণরূপে সেট হয়নি, তাই এটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি।

শেষ মুহূর্তে হেলিকপ্টার অবতরণের জন্য স্টেডিয়ামটিকেই স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল এবং তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানায়।

ভিডিওতে দেখা যায়, পুলিশ এবং দমকল কর্মীরা হেলিকপ্টারটি টেনে তোলার জন্য ছুটে গেলে একদিকে হেলে পড়ে। বেশ কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার পর হেলিকপ্টারটি ভূগর্ভস্থ জলাধার থেকে বের করে আনা হয়।

ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের মতে, হেলিকপ্টারটি অবতরণের কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের পৃষ্ঠ আংশিকভাবে ভেঙে পড়ে।

মূলত পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি প্রমাদমে পরিবর্তন করা হয় বলে জানা গেছে।

নির্মাণকাজ দেরিতে সম্পন্ন হওয়ার কারণে, কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি এবং তাই চাকাগুলো যেখানে অবতরণ করেছে সেখানে একটি নিম্নচাপ তৈরি হয় বলে কর্মকর্তারা জানান।

দক্ষিণাঞ্চলীয় রাজ্যে চার দিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মুর্মু তিরুবনন্তপুরমে অবতরণ করেন। এরপর তিনি পাথানামথিত্তা জেলায় যান, যেখানে পাহাড়ি মন্দিরটি অবস্থিত। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বুধবার শবরীমালা মন্দিরে দর্শন ও আরতি করবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

১ দিন আগে

মার্কিন সিনেটে বিল পাস, অবসান ঘটছে ৪০ দিনের শাটডাউনের

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।

১ দিন আগে

সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে অচলাবস্থার অবসান হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে। মার্কিন সিনেট রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি বিলের পক্ষে ভোট দিতে যাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারি অচলাবস্থা অবসানের পথ খুলে দিতে পারে।

২ দিন আগে

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২

রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

২ দিন আগে