তীব্র খাদ্যসংকটে গাজায় মানবিক বিপর্যয়: ডব্লিউএইচও

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, ইসরায়েলের বাধার কারণে মানবিক সহায়তা সীমিত থাকায় ক্ষুধা ও অপুষ্টি এখন 'বিপর্যয়কর' পর্যায়ে পৌঁছেছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) অনুযায়ী, প্রতিদিন ২ হাজার টন ত্রাণ পাঠানোর লক্ষ্য থাকলেও বর্তমানে গড়ে মাত্র ৭৫০ টন খাদ্য প্রবেশ করছে। ডব্লিউএইচও মহাপরিচালক বলেছেন, "যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।"

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অন্তত এক-চতুর্থাংশ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। বর্তমানে জন্ম নেওয়া প্রায় ৭০ শতাংশ শিশু সময়ের আগে বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। ৪১টি আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে নির্বিচারে ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ার অভিযোগ করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৮ হাজার ২৮০ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্যসামগ্রী প্রবেশ করছে, তা জনগণের প্রয়োজন মেটানোর জন্য অপ্রতুল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, প্রতিদিন ২ হাজার টন ত্রাণ পাঠানোর লক্ষ্য থাকলেও এখন গড়ে মাত্র ৭৫০ টন খাদ্যই প্রবেশ করছে। কারণ, ইসরায়েল নিয়ন্ত্রিত সীমান্তে কেবল দুটি প্রবেশপথই খোলা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, ‘পরিস্থিতি এখনো ভয়াবহ, কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি।’

এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গাজার অন্তত এক-চতুর্থাংশ মানুষ বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন, যাদের মধ্যে ১১ হাজার ৫০০ গর্ভবতী নারীও আছেন। সংস্থাটি সতর্ক করেছে, এই ভয়াবহ খাদ্যসংকট পুরো এক প্রজন্মের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) উপ–নির্বাহী পরিচালক অ্যান্ড্রু স্যাবারটন জানান, বর্তমানে গাজায় জন্ম নেওয়া প্রায় ৭০ শতাংশ শিশু সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে, যেখানে ২০২৩ সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র ২০ শতাংশ। তাঁর ভাষায়, ‘অপুষ্টির প্রভাব শুধু মায়ের নয়, নবজাতকের জীবনেও মারাত্মক প্রভাব ফেলবে।’

খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি এ বছরের আগস্টে গাজা সিটিসহ আশপাশের এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, তখন গাজা উপত্যকায় পাঁচ লাখেরও বেশি মানুষ ‘বিপর্যয়কর পরিস্থিতিতে’ ছিলেন।

মার্কিন মধ্যস্থতায় ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা থাকলেও বাস্তবে তার সুফল মিলছে না। পিএআরসি নামের ফিলিস্তিনি এনজিওর বিদেশি সম্পর্কবিষয়ক পরিচালক বাহা জাকউত বলেন, ‘যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই সপ্তাহ পরও গাজায় পরিস্থিতি ভয়াবহ।’

তিনি জানান, ‘বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট, কোমল পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু বীজ বা জলপাইয়ের মতো পুষ্টিকর খাদ্যসামগ্রী নিষিদ্ধ। এগুলো শিশু, নারী ও দুর্বল জনগোষ্ঠীর ন্যূনতম পুষ্টিচাহিদাও পূরণ করতে পারে না।’

জাকউত আরও জানান, সামান্য ফল ও সবজি ঢুকলেও দাম আকাশছোঁয়া, এক কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে প্রায় ১৫ শেকেলে, যা আগে ছিল মাত্র এক শেকেল।

এমন অবস্থায় বৃহস্পতিবার অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ ৪১টি আন্তর্জাতিক সংস্থা এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, ইসরায়েল নির্বিচারে গাজায় ত্রাণবাহী ট্রাকগুলো আটকে দিচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ২৮০ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হাসপাতালে বোরকা বাধ্যতামূলক করেছে তালেবান সরকার

এমএসএফ-এর দাবি, এই কড়াকড়ির কারণে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন নিয়ম কার্যকর হওয়ার পর হাসপাতালের জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে। যদিও তালেবানের 'প্রচার ও নৈতিকতা রক্ষা মন্ত্রণালয়' জোর করে বোরকা পরানোর বিষয়টি অস্বীকার করে শুধু 'হিজাব' পরিধানের কথা বলছে। সংবাদমাধ্

১ দিন আগে

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামালায় ১২ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

২ দিন আগে

দিল্লি বিস্ফোরণে অমিত শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “ভারতের একজন দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, এমন ব্যক্তি নয় যিনি পূর্ণকালীন ঘৃণা ছড়িয়ে বেড়ান। আমাদের সীমান্ত এবং শহর দুটোকেই রক্ষা করা কি অমিত শাহের কর্তব্য নয়? প্রতিটি ফ্রন্টে তিনি কেন এমন শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছেন?"

২ দিন আগে

বিবিসির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার হুমকি ট্রাম্পের

বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে বলা হয়েছে যে, অনুষ্ঠানটিতে ২০২১ সালের ছয়ই জানুয়ারি ট্রাম্পের ভাষণের দুটি আলাদা অংশ একসাথে মিশিয়ে দর্শকদের বিভ্রান্ত করেছে, যা দেখে মনে হচ্ছে তিনি তার নির্বাচনী পরাজয়ের পর মার্কিন ক্যাপিটলে আক্রমণ করার জন্য জনগণকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছিলেন।

২ দিন আগে