কমলনগর ক্রিকেট লিগের লোগো উন্মোচন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর ক্রিকেট অঙ্গনের অন্যতম বৃহৎ আসর কমলনগর ক্রিকেট লিগের (কেসিএল) সিজন-২ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাটে কেসিএল কার্যালয়ে এই আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে নামার আগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠন আহাম্মদ উল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান।

kcl-2

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান হোসাইন নিখিলের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য সচিব এমরান হোসেন মুরাদ, যুগ্ম-আহ্বায়ক আকবর হোসাইন, যুগ্ম-সচিব ইফতেখার উদ্দিন মাহমুদ শিবলু, সদস্য সাজ্জাদ হোসাইন সাজু ও রাজীব দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন কাজী বাকের হোসেন নিশাদ, জুয়েল, কামরুল ইসলাম ফাহাদ, ফারহান সাকিব, শিহাব উদ্দিন রূপক, মাইদুল ইসলাম কাফি, শুভ, শাকিল তালুকদার ও আবু বকর সিদ্দিক সুমন।

kcl--

কমলনগর ক্রিকেট লিগের দ্বিতীয় আসর আসছে ডিসেম্বরে। উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি মাঠে বসছে এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের আসর। এবারের আসরে প্রাইজমানিতে থাকছে চ্যাম্পিয়নশিপ পুরস্কার, নগদ দেড় লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার (রানার আপ), এক লাখ টাকা। তৃতীয় পুরস্কার, ২৫ হাজার টাকা। চতুর্থ পুরস্কার, ২০ হাজার টাকা ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পাবেন ১০ হাজার টাকা।

প্রসঙ্গত, কমলনগর ক্রিকেট লিগের (কেসিএল) এই বৃহৎ আয়োজনের প্রধান উদ্যোক্তা জার্মান প্রবাসী ক্রীড়া সংগঠক রিয়াজ মাহমুদ সুমন। তার ঐকান্তিক প্রচেষ্টায় গত বছর সফলভাবে টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মোট ৩২টি দল অংশ নিয়েছিল।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

জাহানারার অভিযোগে নাম, বিসিবির ৪ কর্মকর্তা ওএসডি

তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, কেবল জাহানারা আলমের তোলা অভিযোগ নয়, সাম্প্রতিক সময়ে নারী দলের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে এই কমিটিকে।

৭ দিন আগে

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়া জিতলেন ব্রোঞ্জ

ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭ দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে ১০টি খেলায় অংশ নিচ্ছেন মোট ৩৬ জন অ্যাথলেট।

৭ দিন আগে

ঢাকায় খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, আসছেন বিশ্বকাপজয়ী কাফুও

এই ম্যাচ খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার। এই আয়োজনের সার্বিক বিষয়ে অবহিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

৯ দিন আগে

ডি ককের সেঞ্চুরিতে সিরিজ সমতায় দ. আফ্রিকা

ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পরই দুর্দান্ত এক ইনিংস খেললেন কুইন্টন ডি কক। তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। সেই সেঞ্চুরির ওপর ভর করেই পাকিস্তানের দেওয়া ২৭০ রানের লক্ষ্য ৫৯ বল বাকি থাকতে সহজেই ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতায় ফিরে প্রোটিয়ারা

১০ দিন আগে