পাকিস্তানি হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ বয়কট আফগানিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০: ৩৭
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকে ভয়াবহ বিমান হামলার পর এবার পাকতিকা প্রদেশে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৩ জন আফগান ক্রিকেটারসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চালানো এই হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী মাসে পাকিস্তানের মাটিতে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যম এক্সে আফগান বোর্ড নিশ্চিত করেছে, নিহত ক্রিকেটাররা প্রদেশের রাজধানী শারানায় 'ফ্রেন্ডলি' ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাকিস্তানের বিমান হামলার শিকার হন। এই হামলার ঘটনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিল।

আফগান বোর্ড বলেছে, ‘তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না।

আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো ম্যাচ ছিল না।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানর বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল তখনই এ ত্রিদেশীয় সিরিজটি আয়োজনা করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইএসপিএন

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডি ককের সেঞ্চুরিতে সিরিজ সমতায় দ. আফ্রিকা

ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পরই দুর্দান্ত এক ইনিংস খেললেন কুইন্টন ডি কক। তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। সেই সেঞ্চুরির ওপর ভর করেই পাকিস্তানের দেওয়া ২৭০ রানের লক্ষ্য ৫৯ বল বাকি থাকতে সহজেই ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতায় ফিরে প্রোটিয়ারা

৫ দিন আগে

যৌন হয়রানির অভিযোগ ক্রিকেটার জাহানারার, তদন্ত কমিটি বিসিবির

জাহানারা আলমের অভিযোগ, বিসিবির নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি জানলেও তিনি মঞ্জুরুলকে থামাতে পারেননি। অন্যদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।

৫ দিন আগে

অস্ট্রেলিয়ায় দাপুটে জয়ে এগিয়ে গেল ভারত

ভারতের শুরুটা ছিল দারুণ। ১৪.১ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২১ রান। টপ অর্ডারে অভিষেক শর্মা ২৮, শুভমান গিল ৪৬, শিভম দুবে ২২ এবং সূর্যকুমার যাদব ২০ রান করেন। কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় প্রত্যাশিত বড় স্কোর পায়নি সফরকারীরা। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর (১২) এবং অক্ষর প্যাটেলের (২১) ব্যাটে পায়

৫ দিন আগে

পদত্যাগ করলেন সালাহউদ্দিন

৬ দিন আগে