দুর্নীতির সঙ্গে আপস করা যাবে না: হাসনাত

প্রতিনিধি, কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার থাকলে জাতি এগিয়ে যাবে। তাই দুর্নীতির সঙ্গে আমাদের আপস করা যাবে না। আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানায়, যেখানে সেখানে চেয়ার দিতে হয়।

সোমবার দুপুরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দুনিয়ায় ছোট ছোট ভয়ের কারণে সত্য থেকে পিছিয়ে যাই। নিশ্চিত মৃত্যু জেনেও যে মানুষগুলো সত্য থেকে পিছপা হয়নি- আমাকে আয়নাঘরে নিয়ে যাবে, আমাকে বন্দি করা হবে, আমাকে জেলে নিয়ে যাওয়া হবে, পরিবারের সদস্যরা মৃত্যুর ঝুঁকিতে থাকবে জেনেও বাংলাদেশের যে কয়েকজন মানুষ সত্য থেকে পিছপা হননি, বলিষ্ঠ কণ্ঠ বজায় রেখেছেন, অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি- তাদেরই একজন হলেন মোস্তাক ফয়েজী হুজুর।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভাণ্ডার থাকে, তাহলে যেকোনো জায়গায় আপনি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক আপনারা পড়াশোনা করবেন ।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আপনারা সবাই বিনয়ী হবেন। বিনয়ী হলেই আপনারা অনেক বড় হবেন। জীবনে কখনো কষ্ট থাকবে, কখনো ভয়ে থাকবে, কখনো আতঙ্ক থাকবে। দিনশেষে আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত রাখেন।

ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযো

৯ ঘণ্টা আগে

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন

এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অবহেলার সঙ্গে এই দায়সারা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তনপ্রত্যাশীরা যে ৩ দফা দাবি জানিয়েছে তার প্রতি সংহতি জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

৯ ঘণ্টা আগে

‘গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

১০ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

১১ ঘণ্টা আগে