ঢাকায় নিযুক্ত বিদেশি দূতদের শারদীয় শুভেচ্ছা

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি- সংগৃহীত

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা উৎসবের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্বের বিষয়কে বিশেষভাবে উল্লেখ করেছেন।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ ঢাকায় কর্মরত অন্যান্য দেশের দূতাবাস দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ঢাকার জার্মান ও চীনা দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের অফিস থেকেও উৎসবের শুভেচ্ছা বার্তা এসেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানায়, দুর্গাপূজার এই শুভক্ষণে সবাইকে শুভ বিজয়া ও সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা।

ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। আমরা প্রার্থনা করি যেন এই দুর্গাপূজা আমাদের সবার জন্য নতুন আশা নিয়ে আসে এবং আমাদের সম্পর্কের জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক শারদীয় শুভেচ্ছায় উল্লেখ করেন, ‘এই উৎসব বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতির জীবন্ত উদাহরণ।’

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, ‘দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজের মধ্যে শান্তি ও সম্প্রীতির মহীয়ান উদযাপন। এ বছর উৎসবে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়, ‘ভ্রাতৃত্বের বার্তা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই শুভ দুর্গাপূজায় আমরা সবার জন্য শান্তি ও সম্প্রীতির এক বিশ্ব কামনা করছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন

এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অবহেলার সঙ্গে এই দায়সারা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তনপ্রত্যাশীরা যে ৩ দফা দাবি জানিয়েছে তার প্রতি সংহতি জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

১ ঘণ্টা আগে

‘গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

২ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

৩ ঘণ্টা আগে

সাংবাদিক শওকত মাহমুদ আটক

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শওকত মাহমুদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যানও।

৩ ঘণ্টা আগে