
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগরীর খোলা বাজার বিক্রয় বা ওএমএস ডিলারশিপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নতুন নীতিমালা প্রণয়ন হওয়ার পরও আওয়ামী লীগ সরকারের অধীনে ডিলারশিপ পাওয়া ডিলাররা নতুন ডিলার নিয়োগকে বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ উঠেছে।
গত সরকারের শাসনামলে সর্বশেষ ২০১৫ সালে ওএমএস ডিলার নিয়োগ নীতিমালা জারি করা হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই উন্মুক্ত পদ্ধতিতে বা বিজ্ঞাপন ছাড়া প্রায় চার শতাধিক আওয়ামী সরকারের দলীয় কর্মী বা আত্মীয়-স্বজনকে ঢাকা মহানগরীর জন্য ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নীতিমালা ২০২৪ জারি করা হয়। এ সময় আগের নিয়োগ দেওয়া ডিলারদের ডিলারশিপ বাতিল করা হয়।
এদিকে এ পরিপত্র বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন আগের ডিলাররা। আদালত পুরাতন ডিলারদের তাদের লাইসেন্সের মেয়াদ পর্যন্ত বহাল রাখার আদেশ দেন। ফলে চলতি বছরের জুন নাগাদ তারা বহাল থাকেন। কিন্তু বাতিল ডিলাররা বিভিন্ন উপায়ে নতুন ডিলার নিয়োগকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন আবেদনকারীরা।
এর মধ্যে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ওএমএস ডিলার নিয়োগে সহস্রাধিক আবেদনকারীর উপস্থিতিতে লটারি আয়োজন করে খাদ্য বিভাগ। ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম জানান, খাদ্য কর্তৃপক্ষ সফলভাবে মাঠ পর্যায়ের তদন্ত শেষে একাধিক যোগ্য আবেদনকারীর মাঝে এই লটারি আয়োজনের উদ্যোগ নেয়।
লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগের সেই কার্যক্রম পুরনো ডিলাররা ভণ্ডুল করার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। লটারিতে বিজয়ী নতুন ডিলারশিপপ্রাপ্ত একাধিক আবেদনকারী জানিয়েছেন, পুরনো ডিলাররা খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রেশনিং অফিসসহ ওএমএস কার্যক্রম অচল করে দেওয়ার হুমকিও দিয়েছেন। আর এসব ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও নিয়োগ কমিটির প্রধান শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব কারণে ‘ডিলার নিয়োগ-২০২৫’ বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে।
লটারিতে বিজয়ী আগারগাঁও তালতলা বাজার এলাকার ডিলারশিপ মো মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ২৯ সেপ্টেম্বর লটারি অনুষ্ঠিত হয়েছে। পরদিনই নিয়োগ ঘোষণা করার বিধান রয়েছে। কিন্তু নিয়োগ কমিটির সিদ্ধান্তহীনতার কারণে এখন পর্যন্ত বিষয়টি সুরাহা না করে উপকমিটি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত করা হচ্ছে। এ ষড়যন্ত্রের কারণে এসব অবৈধ ডিলারদের দিয়ে ওএমএস কার্যক্রম পরিচালনায় খাদ্য বিভাগ বাধ্য হচ্ছে, যা কোনোভাবেই আইনসিদ্ধ নয়।
লটারিতে বিজয়ী ডিলাররা জানান, তারা বৈধ প্রক্রিয়ায় নিয়োগের জন্য চূড়ান্ত হয়েও আগেএ অবৈধ ডিলারদের দুর্নীতির কারণে নিয়োগপ্রাপ্তি থেকে বঞ্চিত। এ পরিস্থিতিতে বিষয়টি সুরাহা করতে তারা আদালতের দ্বারস্থ হতেও প্রস্তুত।
নতুন নিয়োগ পাওয়া ডিলাররা আরও বলেন, কমিটি যদি কোনো অপতৎপরতা চালায় তবে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন, অবৈধ ডিলাদের ওএমএস কার্যক্রম প্রতিরোধ করা হবে।

ঢাকা মহানগরীর খোলা বাজার বিক্রয় বা ওএমএস ডিলারশিপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নতুন নীতিমালা প্রণয়ন হওয়ার পরও আওয়ামী লীগ সরকারের অধীনে ডিলারশিপ পাওয়া ডিলাররা নতুন ডিলার নিয়োগকে বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ উঠেছে।
গত সরকারের শাসনামলে সর্বশেষ ২০১৫ সালে ওএমএস ডিলার নিয়োগ নীতিমালা জারি করা হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই উন্মুক্ত পদ্ধতিতে বা বিজ্ঞাপন ছাড়া প্রায় চার শতাধিক আওয়ামী সরকারের দলীয় কর্মী বা আত্মীয়-স্বজনকে ঢাকা মহানগরীর জন্য ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নীতিমালা ২০২৪ জারি করা হয়। এ সময় আগের নিয়োগ দেওয়া ডিলারদের ডিলারশিপ বাতিল করা হয়।
এদিকে এ পরিপত্র বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন আগের ডিলাররা। আদালত পুরাতন ডিলারদের তাদের লাইসেন্সের মেয়াদ পর্যন্ত বহাল রাখার আদেশ দেন। ফলে চলতি বছরের জুন নাগাদ তারা বহাল থাকেন। কিন্তু বাতিল ডিলাররা বিভিন্ন উপায়ে নতুন ডিলার নিয়োগকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন আবেদনকারীরা।
এর মধ্যে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ওএমএস ডিলার নিয়োগে সহস্রাধিক আবেদনকারীর উপস্থিতিতে লটারি আয়োজন করে খাদ্য বিভাগ। ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম জানান, খাদ্য কর্তৃপক্ষ সফলভাবে মাঠ পর্যায়ের তদন্ত শেষে একাধিক যোগ্য আবেদনকারীর মাঝে এই লটারি আয়োজনের উদ্যোগ নেয়।
লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগের সেই কার্যক্রম পুরনো ডিলাররা ভণ্ডুল করার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। লটারিতে বিজয়ী নতুন ডিলারশিপপ্রাপ্ত একাধিক আবেদনকারী জানিয়েছেন, পুরনো ডিলাররা খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রেশনিং অফিসসহ ওএমএস কার্যক্রম অচল করে দেওয়ার হুমকিও দিয়েছেন। আর এসব ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও নিয়োগ কমিটির প্রধান শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব কারণে ‘ডিলার নিয়োগ-২০২৫’ বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে।
লটারিতে বিজয়ী আগারগাঁও তালতলা বাজার এলাকার ডিলারশিপ মো মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ২৯ সেপ্টেম্বর লটারি অনুষ্ঠিত হয়েছে। পরদিনই নিয়োগ ঘোষণা করার বিধান রয়েছে। কিন্তু নিয়োগ কমিটির সিদ্ধান্তহীনতার কারণে এখন পর্যন্ত বিষয়টি সুরাহা না করে উপকমিটি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত করা হচ্ছে। এ ষড়যন্ত্রের কারণে এসব অবৈধ ডিলারদের দিয়ে ওএমএস কার্যক্রম পরিচালনায় খাদ্য বিভাগ বাধ্য হচ্ছে, যা কোনোভাবেই আইনসিদ্ধ নয়।
লটারিতে বিজয়ী ডিলাররা জানান, তারা বৈধ প্রক্রিয়ায় নিয়োগের জন্য চূড়ান্ত হয়েও আগেএ অবৈধ ডিলারদের দুর্নীতির কারণে নিয়োগপ্রাপ্তি থেকে বঞ্চিত। এ পরিস্থিতিতে বিষয়টি সুরাহা করতে তারা আদালতের দ্বারস্থ হতেও প্রস্তুত।
নতুন নিয়োগ পাওয়া ডিলাররা আরও বলেন, কমিটি যদি কোনো অপতৎপরতা চালায় তবে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন, অবৈধ ডিলাদের ওএমএস কার্যক্রম প্রতিরোধ করা হবে।

চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ সাবেক-বর্তমান ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা রোববার (৭ ডিসেম্বর) অবরোধ কর্মসূচি পালন করেছেন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার সৃষ্টি করছে বলে অভিযোগ তুলে তারা সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ
৩ ঘণ্টা আগে
তিনি উল্লেখ করেন, আগে এই সুযোগ শুধুমাত্র আলিয়া মাদ্রাসার আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। কওমী মাদ্রাসার ডিগ্রিধারীদের এই সুযোগ করে দিতে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় আইন সংশোধন করেছে।
৪ ঘণ্টা আগে