সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর ৫ ব্যাংকের হিসাব ফ্রিজ

খুলনা প্রতিনিধি

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রী ঊষা রানী চন্দের নামে পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা প্রায় দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন খুলনার মহানগর সিনিয়র স্পেশাল জজ এর আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনে বিচারক মো. শরীফ হোসেন হায়দার এই আদেশ দেন।

আদালতের এ আদেশ কার্যকর থাকাবস্থায় নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী ঊষা রানী চন্দের নামের অ্যাকাউন্টগুলোতে অর্থ জমা করা যাবে। তবে কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ ও স্ত্রী ঊষা রানী চন্দের নামে বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ফ্রিজ করার জন্য দুর্নীতি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক অভিযোগ অনুসন্ধান টিমের দলনেতা মো. আব্দুল ওয়াদুদ আদালতে আবেদন করেন।

প্রাথমিক অনুসন্ধানে দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নামে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ-বাংলা

ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্র অ্যাকাউন্ট এবং মন্ত্রীর মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কংক্রিট ব্রিকস অ্যান্ড ব্রিকস ফ্যাক্টরির হিসাবে এক কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পাওয়া গেছে।

দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, আদালতের নির্দেশটি ইতোমধ্যেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ অক্টোবর নারায়ণ চন্দ্র চন্দ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন। পরে তাকে খুলনায় আনা হয় একটি ধর্ষণ মামলার সহায়তাকারী আসামি হিসেবে। বর্তমানে তিনি খুলনা জেলা কারাগারে রয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযো

১০ ঘণ্টা আগে

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন

এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অবহেলার সঙ্গে এই দায়সারা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তনপ্রত্যাশীরা যে ৩ দফা দাবি জানিয়েছে তার প্রতি সংহতি জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

১১ ঘণ্টা আগে

‘গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

১১ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

১২ ঘণ্টা আগে