লোডশেডিং হলে আমার বাসা থেকে শুরু হবে: বিদ্যুৎ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেছেন, আশাকরি লোডশেডিং করতে হবে না। লোডশেডিং যদি করতে হয় তাহলে আমার বাসা থেকে প্রথম শুরু করতে বলেছি। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোন বৈষম্য করা হবে না, গ্রাম শহর সমান অধিকার পাবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে এমন মন্তব্য করেন। উপদেষ্টা সিরাজগঞ্জ সফরের অংশ হিসেবে বিদ্যুৎ প্রকল্পটি পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, অতীতে গ্রামে বেশি লোডশেডিং হতো, রাজধানীতে কম লোডশেডিং করা হতো। এবার কোন বৈষম্য করা হবে না। লোডশেডিং করতে হলে সব এলাকা সমান হারে করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শীতকালে বিদ্যুতের চাহিদা থাকে ৯ থেকে ১০ হাজার মেগাওয়াট, এটাই গরমকালে ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াট হয়ে যায়। এরমধ্যে সেচ রয়েছে, আরেকটি রয়েছে কুলিং লোড (এসি-ফ্যান)। সেচ আমরা কমাতে পারবো না, তবে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করে চাহিদা কিছুটা কমিয়ে আনতে পারি। সে কারণে আমরা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখার জন্য নির্দেশ দিয়েছি। এটা বেশ আরামদায়ক তাপমাত্রা, শুধু আমাদের দেশে নয় মালয়েশিয়াতেও এটা ফলো করা হয়। এসি যদি ২৫ ডিগ্রিতে রাখে, তাহলে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট চাহিদা কমে যায়।

তিনি বলেন, অনেকে প্রশ্ন তুলেছেন কিভাবে এটা নিয়ন্ত্রণ করা হবে, বাড়িতে গিয়ে দেখবেন ২৫ ডিগ্রিতে চালাচ্ছে কি-না! বিদ্যুৎ একটি ফিডারের মাধ্যমে যায়, যে ফিডারে ব্যবহার বেড়ে যাবে, মানে অপচয় করা হচ্ছে। তাহলে প্রথমে সেই ফিডারে লোডশেডিং করতে বলা হয়েছে। এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ধর্ম উপদেষ্টার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের সহায়তা কামনা করা হয়েছে। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি না লোডশেডিং করতে হবে। জনগণ যদি আমাদের সহায়তা করে, আর যদি হঠাৎ করে কোন বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ না হয়ে যায়। রোজার মাস ও আর কিছুটা দিন। তারপর সেচ কমে গেলে আর সমস্যা থাকবে না।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর তিথ্য অনুযায়ী ২০ ফেব্রুয়ারি রাত ৭টায় সর্বোচ্চ চাহিদা ছিল ১১ হাজার ৭৬৯ মেগাওয়াট। ওই সময়ে শুধুমাত্র ময়মনসিংহ জোনে ৯২ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। ওই সময়ে দেশের আর কোথাও লোডশেডিং ছিল না। ওই দিন দেশের ১৪৩টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে জ্বালানি সংকটের কারণে ৯টি গ্যাস ভিত্তিক, তেল ভিত্তিক ৯টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যহত হয়।

অন্যদিকে ভারতীয় কোম্পানি আদানির দু’টি ইউনিটের মধ্যে শুধু ১টি থেকে ৭৫৪ মেগাওয়াট, ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াটের মধ্যে ৬০ মেগাওয়াট এবং ভারতের অন্যান্য পয়েন্ট (ভেড়ামারা হয়ে) থেকে আসা ১০০০ মেগাওয়াটের মধ্যে ৯২৪ মেগাওয়াট সরবরাহ পাওয়া গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১ জন, খুলনা বিভাগে ৭২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে

৩ ঘণ্টা আগে

দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে : আসিফ নজরুল

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন, এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি। আমরা নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে

৩ ঘণ্টা আগে

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

প্রসঙ্গত, ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে গাড়িতে বোমা হামলার ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। কিছু ভারতীয় গণমাধ্যম এ হামলার সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে।

৪ ঘণ্টা আগে

ঢাকায় বিস্ফোরণের ঘটনা আওয়ামী লীগের, দাবি ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১-১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এতে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা করা হয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সহযোগ

৪ ঘণ্টা আগে