শুধু মেহেদী নয়, অভ্রর পুরো টিম পাবে একুশে পদক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কেবল মেহেদী হাসান নয়, পুরো টিম অভ্রকেই এ বছর একুশে পদকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অভ্র তৈরিতে মেহেদীর সহযোগী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাকেও রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা পেতে যাচ্ছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ওই দিন এ পদকের তালিকায় অভ্র নির্মাতা হিসেবে কেবল মেহেদী হাসানের নাম তালিকায় রাখা হয়েছিল।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলা লেখার সফটওয়্যার অভ্র তৈরির জন্য মেহদী হাসান খানকে এককভাবে একুশে পদকে ভূষিত করা হলেও অভ্র তৈরিতে রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন্যর দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন।

১৪ ব্যক্তির সঙ্গে সাফজয়ী নারী ফুটবল দল পাচ্ছে একুশে পদক

অভ্র নির্মাতা মেহেদী হাসান ছাড়াও এ বছর ১৩ ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য সরকার মনোনীত করে। কোটি মানুষকে অনলাইন স্পেসে অনায়াসে বাংলা লেখার সুযোগ করে দেওয়ার স্বীকৃতি হিসেবে অভ্র সফটওয়্যারের নির্মাতাকে এ পদকের জন্য মনোনীত করার সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এ বছর যে ছয়জন মরণোত্তর একুশে পদক পাচ্ছেন তারা হলেন— ভাষা ও সাহিত্যে কথাসাহিত্যিক শহীদুল জহির (মো. শহীদুল হক) ও কবি হেলাল হাফিজ; শিল্পকলার চলচ্চিত্র শাখায় চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান (ছুটির ঘণ্টার পরিচালক) ও সংগীত শাখায় ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া; সাংবাদিকতায় মাহফুজ উল্লা; এবং সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী।

এ বছরের একুশে পদকের জন্য মনোনীত বাকিরা হলেন— গবেষণায় মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা), সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী, দৃকের প্রতিষ্ঠাতা), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান (দৈনিক আমার দেশের সম্পাদক), শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. নিয়াজ জামান এবং শিল্পকলার সংগীত শাখায় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বিভিন্ন খাতে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের জন্য দেশের নাগরিক বা প্রতিষ্ঠানকে এ পদকে ভূষিত করা হয়। এ পদকের নামের প্রেরণা এসেছে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে। পদকটি প্রচলন করা হয় ১৯৭৬ সালে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত'‍‍‌‌

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে।

৮ ঘণ্টা আগে

শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল ভারত

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, নির্বাসনে থাকা হাসিনার রায় ভারত ‘নজরে নিয়েছে’ এবং ‘বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ রয়েছে।

৮ ঘণ্টা আগে

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান ১ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষকের

তারা বলেন, ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে ক্যাঙারু কোর্টের রূপ পরিগ্রহ করেছে। এখন এই আদালত স্বৈরাচারী, পক্ষপাতদুষ্ট এবং ন্যায়

৮ ঘণ্টা আগে

হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুন

৮ ঘণ্টা আগে