একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব: আরও ৩৩ যুগ্মসচিব ওএসডি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০৮
জনপ্রশাসন মন্ত্রণালয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন যুগ্ম সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। এর আগেও একই দায়িত্বে থাকা ১২ জনকে ওএসডি করা হয়েছিল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা ছয়টি প্রজ্ঞাপনে তাদের ওএসডি করার আদেশ জারি হয়েছে। তবে প্রজ্ঞাপনে তাদের ওএসডি করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, এই কর্মকর্তারা ২০১৮ সালে অনুষ্ঠিত ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই নির্বাচনটিও ব্যাপকভাবে বিতর্কিত ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এর আগেও একই নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আরও ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল।

যেসব কর্মকর্তা ওএসডি হলেন তাদের মধ্যে রয়েছেন— মো. মতিউল ইসলাম চৌধুরী, পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর; ড. সাবিনা ইয়াসমিন, যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়; ড. মো. আতাউল গনি, পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর; আবু আলী মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম সচিব (সংযুক্ত), সমাজকল্যাণ মন্ত্রণালয়; এম কাজী এমদাদুল ইসলাম, মিনিস্টার স্থানীয় (যুগ্মসচিব); এস এম মোস্তফা কামাল, যুগ্ম সচিব (সংযুক্ত), নৌ পরিবহণ মন্ত্রণালয়; মো. আবুল ফজল মীর, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বরিশাল; মঈনউল ইসলাম, সদস্য-পরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন; মো. ওয়াহিদুজ্জামান, সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; এ কে এম মামুনুর রশিদ, যুগ্ম সচিব, (সংযুক্ত), খাদ্য মন্ত্রণালয়; এস এম আব্দুল কাদের, যুগ্ম সচিব (সংযুক্ত), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

এই তালিকায় আরও রয়েছেন— ড. কে এম কামরুজ্জামান সেলিম, সদস্য, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো); কবীর মাহমুদ, পরিচালক, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন); মো. মাহমুদুল আলম, পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড; হায়াত-উদ-দৌলা খাঁন, পরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড; অঞ্জন চন্দ্র পাল, যুগ্ম সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোছা. সুলতানা পারভীন, যুগ্ম প্রধান (সংযুক্ত), পরিকল্পনা বিভাগ; মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, প্রকল্প পরিচালক, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ।

ওএসডির তালিকায় থাকা আরও কয়েজন হলেন— মো. শহিদুল ইসলাম, জাতীয় সমাজকল্যাণ পরিষদ; মোহাম্মদ হেলাল হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়; মো. আলী আকবর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (নির্বাহী পরিচালক, শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট হিসেবে বদলির আদেশাধীন); মোহাম্মদ দাউদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়; মো. মাজেদুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়; এ জেড এম নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; এস এম অজিয়র রহমান, পরিচালক, বাংলাদেশ রাবার বোর্ড; মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন; গোপাল চন্দ্র দাশ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।

ওএসডি হয়েছেন— কাজী আবু তাহের, নৌ পরিবহণ মন্ত্রণালয়; মো. মিজানুর রহমান, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; মোহাম্মদ আব্দুল আহাদ, সদস্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক); মিজ আনার কলি মাহবুব, যুগ্ম সচিব (সংযুক্ত), মন্ত্রিপরিষদ বিভাগ; সৈয়দা ফারহানা কাউনাইন, সদস্য, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন; এবং মাহমুদুল কবীর মুরাদ সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুবদল নেতা কিবরিয়া হত্যায় দোষ স্বীকার করে জবানবন্দি এক আসামির

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে চলে যায়।

১৪ ঘণ্টা আগে

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

শেখ হাসিনা-কামালকে ফেরাতে চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে না। শুধু নোট ভারবালের মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ করা হবে।’

১৬ ঘণ্টা আগে

একদিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

১৬ ঘণ্টা আগে