সহিংসতা রোধ করে নারীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইন ও সালিশ কেন্দ্র

গাজীপুরে দুই নারীকে সড়কে ফেলে পেটানো ও তাদের চুল কেটে দেওয়াসহ নারীর প্রতি সংঘটিত সব ধরনের সহিংসতার নিন্দা প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব সহিংসতা রোধ করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংস্থাটির চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, খুন, শারীরিক নির্যাতন ও নিপীড়ন, অপহরণ প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই কোথাও না কোথাও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে দেখা যাচ্ছে কাউকে না কাউকে।

এসব ঘটনার কারণে নারীদের অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে বলে জানিয়েছেন জেড আই খান পান্না। বিবৃতিতে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা নেওয়ার সদিচ্ছা দৃশ্যমান হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নারীর প্রতি সংকটজনক এ পরিস্থিতি সচেতন নাগরিকদের হতাশ ও উদ্বিগ্ন করে তুলছে। পরিস্থিতি উত্তরণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু নারীদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করে গড়ে তোলার জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট বলে দৃশ্যমান নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি ঘৃণা ও সহিংস আচরণ প্রকট আকার ধারণ করেছে— এমন পর্যবেক্ষণের কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, এ ধরনের ঘৃণা ছড়ানো বন্ধে পদক্ষেপ নিতে হবে। কারণ, মাধ্যম যাই হোক না কেন, নারীর প্রতি সহিংসতা অব্যাহত থাকতে পারে না। নির্যাতন শুধু সংখ্যাতেই বাড়ছে না, নির্যাতনের ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে, যা সমাজে ভীতি ও উৎকণ্ঠা ছড়াচ্ছে।

আসক চেয়ারপারসন জেড আই খান পান্না বলেন, নারীর প্রতি সহিংসতার বিষয়টি একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়। কাজেই সহিংসতা বন্ধ করতে যথাযথ দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি। পাশাপাশি সংঘটিত সব ধরনের সহিংসতায় প্রচলিত আইনে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

২ ঘণ্টা আগে

সাংবাদিক শওকত মাহমুদ আটক

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শওকত মাহমুদ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যানও।

৩ ঘণ্টা আগে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

অভিযোগে বলা হয়েছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার পথ বন্ধ করা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খালসংলগ্ন এলাকায় অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে সরকারের বিপুল অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ব্যয়-সংক্রান্ত অনিয়ম ও সম্পদ অর্জনের উৎস খতিয়ে দেখছে দুদক।

৩ ঘণ্টা আগে

ভোটের সময় বাড়ল এক ঘণ্টা: ইসি

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদের কেউ পদে বহাল থেকে ভোটে অংশ নিতে পারবেন না।

৩ ঘণ্টা আগে