উৎপাদনের নতুন রেকর্ড গড়ল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

বাসস

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) গত নভেম্বর মাসে ৭শ’ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

এটি বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন। এই ঐতিহাসিক অর্জন এমএসটিপিপির অসাধারণ কার্যকারিতা ও নিরবচ্ছিন্ন সক্ষমতার প্রতীক।

সোমবার বিআইএফপিসিএল-এর দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, পুরো মাসে এমএসটিপিপি জাতীয় গ্রিডে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ দশমিক ৫ শতাংশ। এর ফলে এটি দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এই মাইলফলক বিদ্যুৎকেন্দ্রটির উন্নত শিল্প সক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা, এবং সুচিন্তিত আর্থিক ও কার্যক্রম পরিকল্পনারও প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, এমএসটিপিপি নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছে।

অবিচল কর্মদক্ষতা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে এমএসটিপিপি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা দেশের শিল্প, গৃহস্থালি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

এর আগে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পাই। পরে বিকেল ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে সাতটি ইউনিট কাজ করে।’

১৫ ঘণ্টা আগে

শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ

সম্প্রতি, ঘূর্ণিঝড় দিতওয়া’র প্রভাবে দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন।

১৬ ঘণ্টা আগে

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের আয়োজনে কোনো গাফিলতি হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়ে কঠোর হবো। সকল প্রার্থীদের একটি লেবেল প্লেয়িং ফিল্ড

১৬ ঘণ্টা আগে

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়াল ইসি

তিনি বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা বলেছিলাম—১৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা। ওই সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ২৫ ডিসেম্বর পর্যন্ত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।’

১৬ ঘণ্টা আগে