বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কাউন্সিল ৮ নভেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ২০: ২৪

‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় কাউন্সিল আগামী শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রোববার (২ নভেম্বর) সকালে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সিল অধিবেশন শুরু হবে সকাল ৯টা থেকে। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে সারাদেশের বিভিন্ন জেলা, বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। যেখানে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হতে পারে।

এ ছাড়া ইসলামি ছাত্র সমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সংগঠনের ভূমিকা সম্পর্কেও প্রস্তাব গৃহীত হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র আমির ও ছারছীনা দরবার শরীফের পীর মুফতি শাহ্ আবু নছর নেছার উদ্দীন আহমাদ হুসাইন।

আরও উপস্থিত থাকবেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা তরুণ প্রজন্মের চরিত্রগঠন, আদর্শচর্চা ও নৈতিক শিক্ষার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখবেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি শামসুল আলম মোহেব্বী বলেন, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ইলমে শরীয়ত ও মারেফতের সমন্বয়ে একজন ছাত্রকে রাসূল সা. এর মুজাসসাম নমুনায় যুগোপযোগী আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার অনন্য সংগঠন। আমাদের এই কাউন্সিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শ ও দায়িত্ব ছড়িয়ে দেয়ার মঞ্চ। ছাত্রসমাজকে নববী আদর্শের যোগ্য করে নৈতিক, দেশপ্রেমিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই এই কাউন্সিলের মূল উদ্দেশ্য।’

উল্লেখ্য, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’ প্রতিষ্ঠালগ্ন থেকেই অরাজনৈতিক ভাবধারায় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের নেতৃত্বে এসে ইসলামি ভাবধারাকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

৪ ঘণ্টা আগে

জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন শুরু

বার্তায় বলা হয়, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন। প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

৬ ঘণ্টা আগে

'তত্ত্বাবধায়ক বাতিলের রায়ে দেশে রাজনৈতিক সংকটের শুরু'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের সূত্রপাত হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রবিবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানিতে তিনি এ কথা জানান।

৬ ঘণ্টা আগে

নৌকা উপহার নিয়ে বিপাকে উপদেষ্টা, ফেসবুকে চাইলেন পরামর্শ

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি একটি প্রতীকী ‘নৌকা’ উপহার দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এ ব্যাপারে জনমত জানতে চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম

৬ ঘণ্টা আগে