রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

রাজশাহী ব্যুরো

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ রবিবার (২৬ অক্টোবর) শপথ নিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ শেষে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরবি বিভাগের শিক্ষার্থী যোবায়ের। এরপর কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের শপথ পাঠ করান উপাচার্য অধ্যাপক নকীব। শপথ শেষে তিনি নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা।

শপথ অনুষ্ঠানে রাকসু কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, “বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন ৩৫ বছর পর সফলভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবেন।”

গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ, এবং সাধারণ সম্পাদক (জিএস) হন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার।

রাকসুর মোট ২৩টি পদের মধ্যে ২০টি পদে জয়ী হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড: প্রেস সচিব

শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।

৯ ঘণ্টা আগে

মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় আনবে: আব্দুস সালাম

আব্দুস সালাম বলেন, বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় না আসতে পারে সে জন্য অনেকে চেষ্টা করছেন। কিন্তু তাদের সেই চেষ্টা বিফলে যাবে। বিএনপি শহিদ জিয়ার হাতে গড়া গণমানুষের দল। মানুষই বিএনপিকে ভালোবেসে রাষ্ট্রক্ষমতায় আনবে।

১০ ঘণ্টা আগে

ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

১২ ঘণ্টা আগে

প্রার্থী পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে আগুন

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-৩ আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিল করে নাসির হোসেন অস্থিরকে প্রার্থী করার দাবিতে ওই বিক্ষোভ আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুল ইসলামের শরীরে আগুন ধরে যায়। এ সময় তিনি আগুনে দগ্ধ অবস্থায় দৌড়াতে থাকেন।

১ দিন আগে