রাকসু নির্বাচন

মেয়েদের ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড়

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে চলছে উৎসবমুখর ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই মেয়েদের ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদ্‌গ্রীব শিক্ষার্থীরা অপেক্ষা করছেন শান্তভাবে।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিনস কমপ্লেক্স— এই তিন কেন্দ্রে ছয়টি ছাত্রী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকাল থেকেই এসব কেন্দ্রে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, এটি তাদের জীবনের প্রথম ভোট।

ডিনস কমপ্লেক্স কেন্দ্রে ভোট দিতে আসা শিক্ষার্থী নাজমিন নাহার বলেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। ভেতরের পরিবেশ খুব সুন্দর। দায়িত্বে যারা আছেন, তারা অত্যন্ত সহানুভূতিশীলভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিটি ধাপ আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেসিও বজায় রাখা হয়েছে।’

আরেক শিক্ষার্থী নাফিজা আমের বলেন, ‘ভেতরের পরিবেশ খুব ভালো, উপস্থিতিও অনেক বেশি। জাতীয় নির্বাচনে কখনো ভোট দিইনি, তাই জীবনের প্রথম ভোট দিতে পেরে দারুণ লাগছে।’

অন্য এক শিক্ষার্থী জানান, ‘গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ ছিল। আজ ভোটের দিন সেই উৎসব আরও বেড়ে গেছে। লম্বা লাইন, সবাই উত্তেজিত, আমিও জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছি— খুব আনন্দ লাগছে।’

সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্বে থাকা এক প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ‘সবকিছু এখন পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। কোনো অনিয়ম বা সমস্যা দেখা যায়নি। আশা করছি, ভোটগ্রহণ শেষ পর্যন্ত এইভাবেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড: প্রেস সচিব

শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।

১০ ঘণ্টা আগে

মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় আনবে: আব্দুস সালাম

আব্দুস সালাম বলেন, বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় না আসতে পারে সে জন্য অনেকে চেষ্টা করছেন। কিন্তু তাদের সেই চেষ্টা বিফলে যাবে। বিএনপি শহিদ জিয়ার হাতে গড়া গণমানুষের দল। মানুষই বিএনপিকে ভালোবেসে রাষ্ট্রক্ষমতায় আনবে।

১১ ঘণ্টা আগে

ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

১৩ ঘণ্টা আগে

প্রার্থী পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে আগুন

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-৩ আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিল করে নাসির হোসেন অস্থিরকে প্রার্থী করার দাবিতে ওই বিক্ষোভ আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুল ইসলামের শরীরে আগুন ধরে যায়। এ সময় তিনি আগুনে দগ্ধ অবস্থায় দৌড়াতে থাকেন।

১ দিন আগে