লাটার সঙ্গে সংঘর্ষে পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২: ২৬

মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল ও লাটার (ইঞ্জিনচালিত তিন চাকার যান) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) অন্যজন অজ্ঞাত পথচারী।

নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮) নামে এক যুবক। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবু হুরাইরার চাচা টিটো বিশ্বাস বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চতুরবাড়িয়া যাচ্ছিলেন তারা। পথে তালখড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার ভাতিজা আবু হুরাইরা এবং অজ্ঞাত এক পথচারী নিহত হন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পথচারীর পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ভাঙ্গায় বাসচাপায় দুই নারীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

২ দিন আগে

ভোটের জন্য গেলে মায়েরা পকেটে টাকা গুঁজে দেয়: হাসনাত

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের আগামী নির্বাচন হবে হাসনাতের নির্বাচন। কোনো কর্মী লাগবে না, এজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো। এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়, পকেটে টাকা গুঁজে দেয়— এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

২ দিন আগে

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আমরা জানিয়েছি। এখন পর্যন্ত তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

২ দিন আগে

টাঙ্গাইলে পিন্টুর পর মনোনয়নের তালিকায় ছোট ভাই টুকু

‘এক পরিবারে এক প্রার্থী’ নীতির কারণে দেশের অনেক এলাকাতেই একই পরিবারের দুজনকে মনোনয়ন দেয়নি বিএনপি। ব্যতিক্রম টাঙ্গাইল। এ জেলার এক আসনে বড় ভাই আব্দুস সালাম পিন্টুর নাম প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার জেলার আরেক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর নাম।

২ দিন আগে