
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু হানিফ (২৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। পরিবার বলেছে, হানিফকে মারধরে জড়িতরা এর আগেও তার নামে ধর্ষণসহ ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করেছে। টাকা না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্থানীয় কয়েকজন লোক গুরুতর আহত অবস্থায় হানিফকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে রেখে চলে যান। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। খানপুর এলাকার ইতু ভিলা নামে একটি ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন তিনি।
হানিফের মেজো বোন রাবেয়া বলেন, দুপুর ১২টার দিকে কিছু ছেলে বাসায় এসে হানিফকে মারতে মারতে নিয়ে চলে যায়। তারা কোনো কথা শোনেনি৷ তারা বলছিল, হানিফ নাকি কোন মেয়েকে ধর্ষণ করেছে। কিন্তু কোন মেয়েকে, কবে, কোথায় ধর্ষণ করেছে তার কিছুই আমরা জানি না।
পরিবারের সদস্যরা বলছেন, হানিফকে তুলে নেওয়ার পর তার ভগ্নিপতি মো. ইব্রাহিমকেও ফোন করে ডেকে নেওয়া হয়। তাদের নিয়ে যাওয়া হয় খানপুর ওয়াসা অফিসের সামনে। পরে ইব্রাহিমকে রেখে ১০-১২ জন মিলে হানিফকে অটোতে করে নিয়ে চলে যান। পরে তারা জানতে পারেন, হানিফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ আগে আমাদের থানায় কেউ করেনি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু হানিফ (২৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। পরিবার বলেছে, হানিফকে মারধরে জড়িতরা এর আগেও তার নামে ধর্ষণসহ ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করেছে। টাকা না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্থানীয় কয়েকজন লোক গুরুতর আহত অবস্থায় হানিফকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে রেখে চলে যান। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। খানপুর এলাকার ইতু ভিলা নামে একটি ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন তিনি।
হানিফের মেজো বোন রাবেয়া বলেন, দুপুর ১২টার দিকে কিছু ছেলে বাসায় এসে হানিফকে মারতে মারতে নিয়ে চলে যায়। তারা কোনো কথা শোনেনি৷ তারা বলছিল, হানিফ নাকি কোন মেয়েকে ধর্ষণ করেছে। কিন্তু কোন মেয়েকে, কবে, কোথায় ধর্ষণ করেছে তার কিছুই আমরা জানি না।
পরিবারের সদস্যরা বলছেন, হানিফকে তুলে নেওয়ার পর তার ভগ্নিপতি মো. ইব্রাহিমকেও ফোন করে ডেকে নেওয়া হয়। তাদের নিয়ে যাওয়া হয় খানপুর ওয়াসা অফিসের সামনে। পরে ইব্রাহিমকে রেখে ১০-১২ জন মিলে হানিফকে অটোতে করে নিয়ে চলে যান। পরে তারা জানতে পারেন, হানিফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ আগে আমাদের থানায় কেউ করেনি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, কোলাপাড়া গ্রামের এক নারী বন প্রহরী মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
৭ ঘণ্টা আগে
মামলায় ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো স্কুলবাসটি মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা তাবেজ খান (৪৫) ভেতরে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেন।
১৪ ঘণ্টা আগে
সভায় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে