ফের বাড়ল ডলারের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১: ০৪

মার্কিন ডলারের দাম আবারও বেড়েছে। বুধবার (২২ অক্টোবর) সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে ডলারের বিক্রয়মূল্য সর্বোচ্চ ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সায় পৌঁছেছে, যা গত সপ্তাহের তুলনায় বেশি।

আমদানি এলসি খোলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে ব্যাংকসংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে, বাংলাদেশ ব্যাংকও আন্তঃব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে।

বুধবার সোনালী ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা। ক্রয়মূল্য ছিল ১২১ টাকা ৬০ পয়সা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। ক্রয়মূল্য ছিল ১২১ টাকা ৭৫ পয়সা। এছাড়া অন্যান্য ব্যাংকগুলোতে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য ওঠানামা করে ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সায়।

ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তঃব্যাংক বিনিময় হারকে প্রভাবিত করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,বুধবার আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। আর চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

এলপিজির দাম বাড়লো ৩৮ টাকা

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছে। এর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

৫ দিন আগে

উৎপাদনের নতুন রেকর্ড গড়ল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

এটি বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন। এই ঐতিহাসিক অর্জন এমএসটিপিপির অসাধারণ কার্যকারিতা ও নিরবচ্ছিন্ন সক্ষমতার প্রতীক।

৫ দিন আগে

চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক— এই পাঁচটি ব্যাংক একীভূত করে গড়ে তোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

৭ দিন আগে

ডলারের কোনো সংকট নেই: গভর্নর

গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে। এতে আমরা সফল হয়েছি। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারি। ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই। কেউ আমদানি করতে না পারে, সেটা তার নিজের সমস্যা।

৮ দিন আগে