ধারাবাহিক অগ্নিকাণ্ডে উদ্বেগ: স্বচ্ছ তদন্ত চাইলেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ দেশজুড়ে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। তিনি অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন।

তিনি লেখেন, ‘ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, ‘ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি, সবাই নিরাপদে আছেন।’

ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্টদের সাহসী ভূমিকার প্রশংসা করে তারেক রহমান লেখেন, ‘জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যদের আমি ধন্যবাদ জানাই।’

সাম্প্রতিক সময়ে আগুন লাগার ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘মিরপুর, চট্টগ্রাম ইপিজেডসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা জরুরি।’

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। একই দিন রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়।

এছাড়া, গত ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লেগেছিল, যাতে ১৬ জন প্রাণ হারান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে : নুর

এ সময় নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা গণঅধিকার পরিষদকে টাকা ও আসন অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। মূলত গণ অধিকার পরিষদ ২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করবে না। যদি দেশের প্রয়োজনে জোট করতে হয় তা হবে ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে।

১ দিন আগে

এনসিপি কারও সঙ্গে আসন সমঝোতা করবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বড় ৃদলগুলোর কাছে ছোট দলগুলোর মাথা নত করা উচিত না। নিজেদের মেরুদণ্ড সমুন্নত করতে হবে। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।’

১ দিন আগে

দুর্নীতি ও লুটপাট নয়, সততার সঙ্গে কাজ করব : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি উন্নয়নের রাজনীতি করে, কিন্তু উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আওয়ামী লীগের মতো দুর্নীতি ও লুটপাট নয়, বরং সততা ও নিষ্ঠার সঙ্গে আমরা জনকল্যাণে ও জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করব।’

১ দিন আগে

খালেদা জিয়ার দেখতে ফের হাসপাতালে জোবাইদা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

১ দিন আগে